![]() |
| ছবি: সংগৃহীত |
সিটি প্লাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে শান্ত এসএস ফ্যাশন হাউজে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় শান্ত নিজেকে পুলিশের নায়েক দাবি করেন। দোকান মালিক শান্তর পরিচয় নিশ্চিত হতে খোঁজ নিয়ে জানতে পারেন—ওই নামে যশোরে কোনো পুলিশের নায়েক নেই।
এরপর সিটি প্লাজার ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় শান্তর কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে শান্তর সহযোগী পালবাড়ি এলাকার একটি মালটিমিডিয়া দোকানের মালিক মামুনকে তার দোকান থেকে আটক করা হয়। ঐ দোকান থেকেই সে ভুয়া পরিচয়পত্র বানিয়েছিল।

No comments:
Post a Comment