Monday, November 16, 2020

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, তিনি করোনায় আক্রান্ত নন

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত নন। রবিবার সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (রবিবার) রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ২ ঘণ্টা ছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ।

এর আগে রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছিলেন, রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্যারের। তবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। সেজন্য শনিবার তারা আইইডিসিআর-এ নমুনা দেন। রাতে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, তারা দুজনেই করোনা পজিটিভ। তাই তারা রবিবারের অনুষ্ঠানে আর অংশ নেননি।

তিনি আরও বলেন, তাদের দুজনের কারোরই করোনা সংক্রান্ত কোনও উপসর্গ দৃশ্যমান নেই। তারা স্বাভাবিক কাজকর্মই করে আসছিলেন। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তারা দুজনেই আইসোলেশনে আছেন।

অপু আরও জানান, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনো ফলাফল পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসআই

No comments:

Post a Comment