![]() |
| দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি : ইত্তেফাক |
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় হায়দার প্রামানিক (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হায়দার প্রামানিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ট্রাফিক মোড় এলাকার আহাদ প্রামানিকের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে ছেড়ে আসা পাথর বোঝাই অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই ট্রাক চালকের পাশে বসে থাকা ট্রাকের মালিক হায়দার প্রামানিক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের ভেতরে থাকা লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment