AdSense

Wednesday, July 31, 2019

ডেঙ্গু আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাতে চাইছে না অভিভাবকরা

ডেঙ্গু আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাতে চাইছে না অভিভাবকরা
ফাইল ছবি

রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতিমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আতঙ্কে রাজধানীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কমে গেছে শিক্ষার্থী উপস্থিতির হার। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন। ঈদের ছুটিকে সামনে রেখে অনেকে স্ত্রী-সন্তাকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে।

তৌহিদ নামে এক অভিভাবক জানিয়েছেন, রাজধানীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে তার দুই সন্তান পড়াশোনা করে। কিন্তু গত কয়েক দিন ধরে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। এ কারণে গত দুই-তিন দিন ধরে সন্তানদের স্কুলে পাঠাচ্ছি না। মূলত স্কুলের অপরিচ্ছন্ন পরিবেশে ডেঙ্গুর ঝুঁকির কারণেই সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক জানান, স্কুলে উপস্থিতির হার কিছুটা কমছে। কিন্তু আমরা বিষয়টি প্রকাশ করছি না। এটি করা হলে শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায় নেমে যেতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ডেঙ্গুর কারণে উপস্থিতি কমেনি বলে দাবি করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি বেগম।
আজিজুর রহমান নামে এক অভিভাবক বলেন, ডেঙ্গু পরিস্থিতির অগ্রগতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। এদিকে ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ফোরাম। সংগঠনটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে জেলা শিক্ষা কর্মকর্তাদের তত্পর হওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, মাউশি থেকে প্রতিদিনই জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ সংশ্লিষ্ট কর্মকাণ্ড তদারকি করা হচ্ছে।

No comments:

Post a Comment