![]() |
| ফাইল ছবি |
অসুস্থরা হলেন- কেসমত আলী সেখ (৫০), তার স্ত্রী জুলেখা বেগম (৪৩), তাদের মেয়ে নার্গিস (২১) ও সালেহা খাতুন (২৯), ছেলে জিহাদ সেখ (১০), জামাই মিন্টু মিয়া (২৯), নাতি তাহা (৫), নাতনি কেয়া (৭) ও সাথী (৮)।
অসুস্থরা জানান, বৃহস্পতিবার বিকেলে বাজার থেকে একটি ব্রয়লার মুরগি কিনে আনেন কেসমত আলী। রাতে ওই মুরগীর মাংস পরিবারের সবাই মিলে খাওয়ার পর তাদের জ্বর, বমি ও পায়খানা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. রবিউল আজম জানান, খাদ্যের বিষক্রিয়ায় তারা সবাই অসুস্থ হয়েছেন। চিকিত্সা দেয়া হচ্ছে।

No comments:
Post a Comment