AdSense

Tuesday, April 9, 2019

কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. আকবর (৩৫) ও মো. হানিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা। তিনি জানান, নিহতদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নৌকাডুবির ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

এর আগে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে নদীতে। এ সময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে সেটি ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য নৌকা দ্রুত সেখানে পৌঁছে ১৪ যাত্রীকে উদ্ধার করে। তিন যাত্রী নিখোঁজ ছিলেন।

No comments:

Post a Comment